গোলাপগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২০
১২:০৫ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৪, ২০২০
১২:০৫ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প ও দাঁতের সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট ও বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে এই ডেন্টাল ক্যাম্প ও ডেন্টাল শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি এনামুল হক রুহেলের সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পদাক লেখক-কলামিস্ট হোসেন আহমদের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহনেওয়াজ রহমান, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের সিও মাহবুবুল হক ও আরবান ডেন্টাল হেলথ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ডা. তৌফিক রেজা খান।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ রোশন, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চবিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুতলিব মছন, বিশিষ্ট রাজনীতিবিদ আতাউর রহমান উতু, উপজেলা হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ পরিষদের সভাপতি শিক্ষক কাজল কান্তি দাস, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সমাজসেবক আব্দুস শহীদ খান জিলা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদিকুর রহমান, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চবিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য রেজওয়ান হোসেন রাজু, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য আব্দুল আজাদ, ঢাকাদক্ষিণ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বিষু ভূষন দেব, রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের কোষাধ্যক্ষ শ্যামল আহমদ, সদস্য সুলতান আহমদ, মুরাদ আহমদ, ফারহান মাসউদ আফছর ও রাকিন আহমদ।
পরে বেলা ৩টায় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। এ সময় উপস্থিত ছিলেন শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান লুতি এবং রাজনীতিবিদ ও সমাজসেবক শাহাব উদ্দিন।
ডেন্টাল মেডিকেল ক্যাম্পে প্রায় ১৫০ জন রোগীকে বিমানূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
এফএম/আরআর-০৪