কমলগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২০
০১:৪৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৪, ২০২০
০১:৫০ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা-বাগান প্লান্টেশন এলাকা থেকে অজ্ঞাত (২৪) এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় কমলগঞ্জ থানার পুলিশ এ লাশ উদ্ধার করে।
জানা গেছে, শুক্রবার সকালে দেওড়াছড়া চা-বাগানের চা শ্রমিকরা ১৬ নম্বর সেকশনে চা পাতা উত্তোলন করতে গিয়ে পঁচা গন্ধ পান। তারা গন্ধের অনুসন্ধান করতে গিয়ে চা প্লান্টেশন এলাকায় আনুমানিক ২৪-২৫ বছর বয়সী এক তরুণীর গলিত লাশ দেখতে পান। বিষয়টি তারা চা-বাগান কর্তৃপক্ষের মাধ্যমে কমলগঞ্জ থানাকে অবহিত করেন। বিকেলে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তরুণীর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, 'এটি কয়েকদিনের পুরোনো গলিত লাশ। দেহে পোকায় ধরেছে। তরুণীর চেহারা চেনা যাচ্ছে না। ফলে এখনও তার নাম-পরিচয় জানা যায়নি।'
এসডি/আরআর-০৭