ওসমানী হাসপাতালে থাকা অজ্ঞাত দুই লাশের পরিচয় খোঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৪, ২০২০
০৩:১২ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৪, ২০২০
০৩:১৮ পূর্বাহ্ন



ওসমানী হাসপাতালে থাকা অজ্ঞাত দুই লাশের পরিচয় খোঁজছে পুলিশ

সিলেট এমএজি মেডিকেলল কলেজ হাসপাতালের মর্গে অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধ নারী ও পুরুষের লাশ পড়ে আছে। সিলেট মহানগর পুলিশ এসব লাশের পরিচয় জানতে চায়। 

শুক্রবার এক বিবৃতিতে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার স্বপ্না কর্মকার নামের (মোবাইল-০১৭১২৮১৫৮৫৫)  জনৈক মহিলা এক বৃদ্ধ মহিলাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করেন।  চিকিৎসাধীন অবস্থায় ‘আনকনসাস হাইপোগ্লাইসিমিক এট্যাকে’ আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মৃত্যুবরন করেন। বৃদ্ধার আনুমানিক ৬৫ বছর বয়স্ক এই মহিলার চুল একবারে খাটো। উচ্চতা আনুমানিক ৫ ফিট, মুখ মখমন্ডল গোলাকার ও পরনে হালকা নীল রংয়ের মেক্সি আছে।  লাশটি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। যদি কেউ মৃত এই মহিলার সন্ধান পান তাহলে সিলেট কোতোয়ালী মডেল থানার এসআই তজম্মুল আলীর (মোবাইল ০১৭৩৮৭৪৭২৬২) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এদিকে শুক্রবার পুলিশের অপর এক বিবৃতিতে জানা যায়, ওসমানী হাসপাতালে ৬০ বছর বয়স্ক আরেকজনের লাশ মর্গে রয়েছে। গত ১৯ সেপ্টেম্বর কামরান নামের (মোবাইল-০১৭১২৮১৫৮৫৫) এক ব্যক্তি ওই বৃদ্ধকে ওসমানী হাসপাতালের ২৬নং ওয়ার্ডে (বিছানা নং এক্স-৩৮) ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ৪ নভেম্বর ‘মেনিনগো এনকেফেলাইটিস’ রোগে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধ মৃত্যুবরণ করেন। বৃদ্ধের গায়ের রং শ্যামলা। মাথায় সামান্য সাদা-কালো চুল আছে। মুখে ঘন দাড়ি ও গোফ আছে। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। পরনে কালো-সাদা পাঞ্জাবি। যদি কেউ মৃত ব্যক্তির কোনো আত্বীয় স্বজনের সন্ধান পান তাহলে সিলেট কোতোয়ালী মডেল থানার এসআই/ হাবিব (০১৭১৮০১১৮৪০) এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এবিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান,  এখানো লাশগুলোর কোনো ঠিকানা ও আত্মীয় স্বজনের সন্ধান না পাওয়া লাশগুলো হস্তান্তর করা হয়নি। যদি কেউ মৃত ব্যক্তির কোনো আত্বীয় স্বজনের সন্ধান পান তাহলে পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হল।

এনএইচ/বিএ-১৮