সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৪, ২০২০
০৫:২৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৪, ২০২০
০৫:২৬ পূর্বাহ্ন
‘পাহাড় ও সমতলে অব্যাহত ধর্ষণ, বিচার বহির্ভুত হত্যাকাণ্ড ও বিচারহীনতা’র প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেছেন, ‘বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে একের পর এক খুন-ধর্ষণের ঘটনা ঘটছে। সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ। এ অবস্থায় জনগণকে রাজপথে নেমে আন্দোলন করে নিজেদের অধিকার আদায় করতে হবে।’
আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ, সিলেট’ এর বিভাগীয় সমাবেশে বক্তারা এ কথা বলেন। বক্তারা বলেন, ‘যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেই চেতনার বিপরীতে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে আজ বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধে তরুণরাই জীবন বাজি রেখে মা-বোনের সম্ভ্রম রক্ষার করেছিল। কিন্তু অপরাজনীতি ও মূল্যবোধহীন সংস্কৃতির কারণে আজকের তরুণ-যুবারা ধর্ষণ, নারী নিপীড়নের মতো ঘটনায় যুক্ত হচ্ছে। তাই বিচারহীনতার সংস্কৃতি ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বিপরীতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বিভাগীয় সমাবেশে সিলেট বিভাগের চার জেলা থেকে প্রগতিশীল ছাত্র, যুব, নারী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাসের সঞ্চালনায় বিভাগীয় সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য সরোজ কান্তি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ মইনুদ্দিন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য নিরঞ্জন দাস খোকন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য নাজিকুল ইসলাম রানা।
সমাবেশে আরও বক্তব্য দেন, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেট জেলার সমন্বয়ক প্রণব জ্যোতি পাল, নারী মুক্তি কেন্দ্রের সিলেট জেলার আহ্বায়ক তাহমিনা আহমদ, যুব ইউনিয়ন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক শাহজালাল সুমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক রুবাইয়াত আহমদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার বিভাগীয় ইনচার্জ রেহনুমা রোবাইয়াত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলার সভাপতি আসাদ মনি, মহিলা ফোরাম মৌলভীবাজার জেলার সংগঠক মাসুমা খানম, ছাত্র ফ্রন্টের সিলেট নগরের সংগঠক ফাহিম আহমদ চৌধুরী প্রমুখ।
সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, বাসদ কেন্দ্রীয় বর্ধিত পাঠচক্র ফোরামের সদস্য অ্যাডভোকেট মইনুর রহমান মগনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য অ্যাডভোকেট হুমায়ুন রশিদ সোয়েব, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য সুবিনয় রায় শুভ, দুষ্কাল প্রতিরোধে আমরা’র সংগঠক আব্দুল করিম প্রমুখ।
আরসি-০২