‘সরকার নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ’

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৪, ২০২০
০৫:৩২ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৪, ২০২০
০৫:৩২ পূর্বাহ্ন



‘সরকার নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ’
বাসদের সমাবেশ



সরকার মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

আজ শুক্রবার বিকেলে আম্বরখানায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে চাল, পেঁয়াজ, তেল, ডালসহ সকল নিত্যপণ্যের মূল্য হ্রাসের আহ্বান জানিয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, নারী নির্যাতন, বিনা বিচারে মানুষ হত্যা, শ্রমিক ছাঁটাই, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, সাম্প্রদায়িকতায় মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে। অন্যদিকে চাল, পেঁয়াজ, ডালসহ নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতাশীল সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় ব্যস্ত। সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ।’

সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিল বের করা হয়। নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে চৌহাট্টা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, জেলা সদস্য পাপ্পু চন্দ, শ্রমিক ফ্রন্টের সন্দিপ রঞ্জন নায়েক, চা শ্রমিক ফেডারেশনের রত্না বসাক, মহিলা ফোরামের শেফালি দাশ, ছাত্র ফ্রন্টের সনজয় শর্মা প্রমুখ।

আরসি-০৪