নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২০
০৮:৪২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৪, ২০২০
০৮:৪২ পূর্বাহ্ন
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত একটি দল গোপন চালিবন্দরে অভিযান পরিচালনা করে। এসময় চালিবন্দরস্থ পৌর মার্কেটের বিপরীতে হাতেমতায়ী ডিপার্টমেন্টাল স্টোরের সামন থেকে জহিরুল ইসলাম (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার জহিরুল পিরোজপুর জেলার স্বরুপকাঠি থানা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
এদিকে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত একটি দল পাঠানটুলা এলাকায় অভিযান চালায়। এ সময় পাঠানটুলা এলাকার মোহনা আবাসিক এলাকার গলির সামনে থেকে সেলিম মিয়া (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করাহ হয়। তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার সেলিম মিয়া নগরের লন্ডনী রোড এলাকার বাসিন্দা।
বিএ-০৫