গোয়াইনঘাটে নির্যাতন ও অপরাধবিরোধী সমাবেশ

গোয়াইনঘাট প্রতিনিধি


নভেম্বর ১৪, ২০২০
১১:৫৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৪, ২০২০
১১:৫৪ অপরাহ্ন



গোয়াইনঘাটে নির্যাতন ও অপরাধবিরোধী সমাবেশ

সিলেটের গোয়াইনঘাটে নারী নির্যাতন ও সামাজিক অপরাধবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাধারণ মানুষ তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন অতিথিবৃন্দের কাছে।

গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে ও উপজেলা পজিপ কর্মকর্তা সুশান্ত কুমার দাসের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আসলাম উদ্দিন বলেন, 'নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অপরাধীদের প্রশ্রয় না দিয়ে পুলিশের সহযোগিতা নিতে হবে।'

নারীর জন্য নিরাপদ সমাজ তৈরিতে গুরুত্ব আরোপ করে তিনি বলেন, 'আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিকভাবে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে নারীর প্রতি সকল বৈষম্য দূর করা সম্ভব।' তাই নারীরা নির্যাতনের শিকার হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট বিট অফিসার বা নিকটস্থ থানা অথবা জরুরি সেবা নম্বর ৯৯৯ এ যোগাযোগ করতে পরামর্শ দেন তিনি।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, নারী ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উল্লাহ, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা তথ্য আপা জান্নাতুল মাওয়া মীম প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, 'নারীরা আমাদের মা, আমাদের বোন, আমাদের সন্তান। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু এটাও ঠিক পুলিশের একার পক্ষে নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা সম্ভব নয়। তাই সামগ্রিকভাবে আমাদের সকলকে কাজ করতে হবে।'

তিনি বলেন, 'কখনও কোনো নারী নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়া ও মীমাংসার চেষ্টা করবেন না। কারণ আপনি যদি এ ধরণের ঘটনা মীমাংসার সুযোগ করে দেন তাহলে আরেকদিন আপনার পরিবারের কারও সঙ্গেও তা হতে পারে। কখনও অপরাধীদের প্রশ্রয় দেবেন না। আমরা সকল প্রকার নির্যাতনের বিরুদ্ধে। নারীর প্রতি যদি কোনো নির্যাতন হয় তবে পুলিশের সহযোগিতা নিন, জরুরি সেবা ৯৯৯ এ কল করুন। আমরা আইনগত ব্যবস্থা নেব।'

এদিকে, ঘৃণ্য অপরাধের বিরোদ্ধে সচেতনতা তৈরি করতে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অপরাধবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি সমাবেশে এলাকার উল্লেখযোগ্য নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ঈমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

এমএম/আরআর-০২