সাংসদ নিক্সন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৫, ২০২০
০২:১৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৫, ২০২০
০২:১৬ পূর্বাহ্ন



সাংসদ নিক্সন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন সংগঠনটির নেতারা।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম জানান।

এর আগে যুবলীগের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

অনুমোদন পাওয়া কমিটিতে সংগঠনটির ৯ নম্বর প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নিক্সন চৌধুরী।

বিএ-১০