নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২০
০২:৪৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৫, ২০২০
০৫:৩৬ পূর্বাহ্ন
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ মরিয়ম আক্তার মুন্নী (২৯) নামে এক নারী গ্রেপ্তার করেছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ৭টায় মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান (রহ.) থানাধীন সোনারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মরিয়ম আক্তার মুন্নী বিমানবন্দর থানাধীন শাহী ঈদগাহ ভ্যালী সিটির ব্যাদানা হাউজের বাসিন্দা আজহারুল ইসলাম মুমিনের স্ত্রী। তার বাবা জাকির হোসেন ও মায়ের নাম পারভীন বেগম।
পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আহমেদ পেয়ারের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকাটিতে অভিযান চালায়। মুন্নি এসএমপি’র শাহপরান (র.) থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর একটি মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় সোনারপাড়া এলাকার একটি বাসার আশ্রিতা মুন্নি সিলেট শহরের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট পাইকারি দরে ক্রয় করে এনে বাসার একটি কক্ষকে ইয়াবা ট্যাবলেট বিক্রি ও সেবনের আস্তানা হিসেবে ব্যবহার করে আসছে। এছাড়াও সে বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী ভাবে বাসা ভাড়া নিয়ে ও আশ্রিতার ছদ্মবেশে একইভাবে ইয়াবা ট্যাবলেট বিক্রি করেছিল।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানায় পুলিশ।
বিএ-১৫