গোলাপগঞ্জে নারী নির্যাতন ও অপরাধবিরোধী সমাবেশ

গোলাপগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ১৫, ২০২০
০২:৫২ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৫, ২০২০
০২:৫২ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে নারী নির্যাতন ও অপরাধবিরোধী সমাবেশ

সিলেটের গোলাপগঞ্জে নারী নির্যাতন ও সামাজিক অপরাধবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তারের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেট এর নির্বাহী প্রকৌশলী ইনামুল কবির, র‍্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক বসু দত্ত চাকমা ও গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

সমাবেশে বক্তারা নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অপরাধীদের প্রশ্রয় না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিকভাবে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে নারীর প্রতি সকল বৈষম্য দূর করা সম্ভব। নারীরা নির্যাতনের শিকার হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট বিট অফিসার বা নিকটস্থ থানা বা জরুরি সেবা নম্বর ৯৯৯ এ যোগাযোগ করতে হবে।

বক্তারা আরও বলেন, নারীরা আমাদের মা, আমাদের বোন, আমাদের সন্তান। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। শুধু আইনশৃঙ্খলা  রক্ষাকারী বাহিনীর একার পক্ষে নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা সম্ভব নয়। তাই সবাইকে সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

 

এফএম/আরআর-০৫