ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৫, ২০২০
০৬:১৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৫, ২০২০
০৬:১৬ পূর্বাহ্ন



ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় সিলেটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। এবার দিবসের প্রতিপাদ্য ছিলো, ‘ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই।’ 

করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে বর্ণাঢ্য র‌্যালি ও বিনামূল্য ডায়াবেটিস শনাক্তকরণ কর্মসূচি পালন করে ডায়াবেটিক সমিতি। এছাড়া ডায়াবেটিস সচেতনতার জন্যে লিফলেট বিতরণসহ বিভিন্ন পোস্টার টাঙ্গিয়ে জনসাধারণ ও রোগীদের মধ্যে এ সম্পর্কে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়। এ কর্মসূচিতে হাসপাতালের আরএমও ডা. ললিত মোহন নাথসহ ডায়বেটিক সমিতি ও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও ঔষধ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএ-০৪