সাবেক মেয়র কামরান ও আজিজ আহমদ সেলিমের মাগফেরাত কামনা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৫, ২০২০
০৬:২৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৫, ২০২০
০৬:২৬ পূর্বাহ্ন



সাবেক মেয়র কামরান ও আজিজ আহমদ সেলিমের মাগফেরাত কামনা
সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের রুহের মাগফেরাত কামনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শনিবার বাদ আসর নগরের কালেক্টরেক্ট জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

মিলাদ মাহফিলে বদরউদ্দিন আহমদ কামরান ও আজিজ আহমদ সেলিমের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন কালেক্টরেক্ট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, জাবের আহমদ চৌধুরী, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি আলী আহমদ, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন হাসান, সিনিয়র সহ সভাপতি মো. দুলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল ইসলাম, কার্যকরী সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, সদস্য নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবুল কালাম ফনিক, মোশাহিদ আলী, আলোকচিত্রী আব্দুল খালিক, আলোকচিত্রী বিপলু আহমদ, উন্নয়ন সংস্থার সদস্য মনিরুল ইসলাম প্রমুখ। 

বিএ-০৬