দেড় মাসে আর্মেনিয়ার দুই হাজার সেনা নিহত

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৫, ২০২০
০১:৪৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৫, ২০২০
০১:৪৪ পূর্বাহ্ন



দেড় মাসে আর্মেনিয়ার দুই হাজার সেনা নিহত

ছবি : রয়টার্স

গত দেড় মাসে আজারবাইজানের সঙ্গে লড়াইয়ে আর্মেনিয়ার অন্তত দুই হাজার সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আর্মেনিয়া। শনিবার আর্মেনিয়ার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে দুই দেশের ছয় সপ্তাহের লড়াইয়ে এই সেনারা নিহত হয়েছেন। আজারবাইজানের সেনাবাহিনী কখনো তাদের সামরিক ব্যক্তিদের হতাহতের তথ্য প্রকাশ করেনি।

আর্মেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যালিনা নিকোগোসায়ান তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, দেশটির ফরেনসিক বিভাগ ২ হাজার ৩১৭ জনের লাশ শনাক্ত করেছে।

গত ২৭ সেপ্টেম্বর থেকে বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গত মাসের মাঝামাঝি সময়ে রাশিয়ার মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় আর্মেনিয়া ও আজারবাইজান। বিবিসির খবরে বলা হয়, মস্কোতে ১০ ঘণ্টার টানা আলোচনার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ শান্তি চুক্তির কথা জানান।

বিএ-০৭