বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেট মহানগর যুবলীগের বিক্ষোভ সমাবেশ

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৫, ২০২০
১১:৩১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৫, ২০২০
১১:৩১ অপরাহ্ন



বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেট মহানগর যুবলীগের বিক্ষোভ সমাবেশ

রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট মহানগর যুবলীগ।

আজ রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় নগরের কোর্ট পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা বলেন, ‘বিএনপি জামায়াতের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদকে এসব ঘটনা ঘটেছে।’ তারা বলেন, ‘বাংলাদেশে আগুন সন্ত্রাস চালানোর সংস্কৃতি বিএনপি জামায়াত জন্ম দিয়েছে।জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি জামায়াত ধ্বংসাত্মক কাজে লিপ্ত হচ্ছে।’ বেশ কিছুদিন বিরতির পর তারা আবারও তাদের পূর্বের নীতির দিকে এগোচ্ছে মন্তব্য করে বক্তারা বলেন, ‘মানুষকে হত্যা করে গাড়িতে আগুন দিয়ে ওরা নাশকতা সৃষ্টির খেলায় মেতেছে।’

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য এবং সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য জাকিরুল আলম জাকির। সমাবেশে সিলেট মহানগর যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দ, মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

যুবলীগ নেতা সুমন রায় তালুকদারের সঞ্চালনায় সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই এ ধরনের অগ্নিসংযোগের যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের  চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নির্দেশক্রমে আধ্যাত্মিক নগর সিলেট থেকে বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ডাক দিবে সিলেটের যুবলীগ।’ বক্তারা বলেন, ‘রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে, বাংলাদেশের এই অগ্রগতি কে রুখতে বিএনপি-জামাত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অগ্নি সন্ত্রাস শুরু করেছে, এই ধরনের নাশকতামূলক কাজ এবং অগ্নিসংযোগের বিরুদ্ধে যুবলীগ অতীতের মতো  রাজপথে থেকে মোকাবেলা করতে প্রস্তুত।’

 

এএফ/০১