নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২০
০১:৪৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৬, ২০২০
০১:৪৬ পূর্বাহ্ন
নগরের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদের মা সালমা বেগমকে ৫০ হাজার টাকার চেক ও উপহার প্রদান করেছেন সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ।
রবিবার (১৫ নভেম্বর) সকালে সালমা বেগমসহ রায়হানের পরিবারের সদস্যরা পুলিশ সুপারের কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করতে গেলে রায়হানের মায়ের হাতে চেক ও উপহার তুলে দেন পুলিশ সুপার।
পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ জানান, রবিবার সকালে নিহত রায়হানের মাসহ পরিবারের লোকজন সৌজন্য সাক্ষাত করতে আসেন। এসময় জেলা পুলিশের বিচক্ষনতায় দ্রুত সময়ে আকবরকে গ্রেপ্তার করায় তারা কৃতজ্ঞতা জানান। পরে জেলা পুলিশের পক্ষ থেকে নিহত রায়হানের পরিবারকে পঞ্চাশ হাজার টাকার চেক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সিলেট নগরের আখালিয়া নিহারিপাড়ার বাসিন্দা রায়হানকে গত ১০ অক্টোবর রাতে সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তিনি মারা যান। এ ঘটনায় হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে তার স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার পর মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে নির্যাতন করার সত্যতা পায়। ১২ অক্টোবর ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁঞাসহ চারজনকে বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়।
বিএ-২০