সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৬, ২০২০
০৬:০৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৬, ২০২০
০৬:০৯ পূর্বাহ্ন
সাবেক সেনা কর্মকর্তা জামিল উদ্দীন চৌধুরী আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জকিগঞ্জ উপজেলার গণিপুরের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
জামিল উদ্দীন চৌধুরী চাকরি জীবনে জাতিসংঘের অধীনে কুয়েতে শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তার রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
আরসি-০১