সড়ক সংস্কারের দাবিতে পাঠানটুলায় মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৬, ২০২০
০৬:২৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৬, ২০২০
০৬:২৫ পূর্বাহ্ন



সড়ক সংস্কারের দাবিতে পাঠানটুলায় মানববন্ধন

পাঠানটুলা-বিমানবন্দর বাইপাস সড়ক সংস্কারসহ উন্নয়নের নামে প্রায় ৩ বছর ধরে যান চলাচলের অনুুপযোগী করে রাখার প্রতিবাদে ‘পাঠানটুলা-বিমানবন্দর বাইপাস রোড উন্নয়ন সংগ্রাম কমিটি’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এক সপ্তাহের মধ্যে এই সড়কের মেরামত কাজ সম্পন্ন না করলে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে।

রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় নগরের পাঠানটুলা পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগ্রাম কমিটির আহ্বায়ক আব্দুল জব্বার মদই মিয়া। প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ। প্রধান বক্তা ছিলেন লিয়াকত আলী খান।

বক্তব্য দেন, খাদিমনগর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, কয়েছ আহমদ দুলাল, শ্রমিকনেতা আব্দুল লতিফ তাফাদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল জলিল তাফাদার, সংগ্রাম কমিটির সদস্যসচিব মো. নাছির উদ্দিন, সিরাজ মিয়া (ভাটা), সেলিম আহমদ, বুধু মিয়া ভাণ্ডারী, সোয়াব আলী ও মো. তাজ উদ্দিন।।

বক্তারা বলেন, ‘পাঠানটুলা-বিমানবন্দর বাইপাস সড়ক নামেই শুধু বাইপাস রোড। বাস্তবে এই রাস্তা দিয়ে দুইটি অটোরিকশাও একসঙ্গে চলাচল করতে পারে না। গত প্রায় ৩ বছর ধরে সংস্কারসহ উন্নয়নের নামে সরকারি বরাদ্দের ৫ (পাঁচ) কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে অথবা প্রকল্প ব্যয় বাড়াতে যান চলাচলের অযোগ্য করে রাখা হয়েছে।’

এই সড়ক দিয়ে যাতায়াতের সময় ইতোমধ্যে একজন গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। অনেক রোগী বিভিন্নভাবে ক্ষয়-ক্ষতির শিকার হচ্ছেন বলে মন্তব্য করেন বক্তারা।

এক সপ্তাহের মধ্যে সড়কটি সংস্কারসহ মেরামত কাজ সম্পন্ন করা না হলে এলজিইডি’র দায়িত্বশীল কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে কঠোর শাস্তিসহ জরিমানার দাবিতে ২৮ ডিসেম্বর স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এবং এলজিআরডিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। তাতেও কাজ না হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে সিলেট-সুনামগঞ্জ ও বিমানবন্দর-আম্বরখানা মহাসড়ক অবরোধ করা হবে।

আরসি-০৩