সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৬, ২০২০
০৬:৩১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৬, ২০২০
০৬:৩৪ পূর্বাহ্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ‘বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে চাইছে সরকার। তাই দেশের সকল নির্বাচন ও উপ নির্বাচনে ভোট ডাকাতি চালাচ্ছে তারা। সদ্য সমাপ্ত ঢাকা ও সিরাজগঞ্জের উপ নির্বাচনে আওয়ামী লীগ ভোট ডাকাতি করেই ক্ষান্ত হয়নি, সরকারের পৃষ্ঠপোষকতায় বাসে আগুন দিয়ে দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে। সেই বাস পোড়ানোর মামলায় উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতাকর্মীকে জড়িয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে তীব্র প্রতিরোধের মাধ্যমে দেশে পুনরায় জনগণের গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।’
সদ্যসমাপ্ত উপ নির্বাচনে ‘ভোট ডাকাতি, বাসে অগ্নিসংযোগ ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘সরকার উপনির্বাচনগুলো থেকেও বিএনপিকে বাইরে রাখার নীলনকশা বাস্তবায়নের পথে এগোচ্ছে। এসব উপ নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। ইতিহাস স্বাক্ষী আগুন সন্ত্রাসের সঙ্গে আওয়ামী লীগের যোগসূত্র রয়েছে, বিএনপির নেই। তাই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে।’
স্বেচ্ছাসেবক দল নেতা দিলোয়ার হোসেনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক একেএম তারেক কালাম, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপি, জেলা বিএনপির সাবেক যোগাযোগ সম্পাদক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক ধর্ম সম্পাদক আল মামুন খান, সাবেক প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মানিক, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা যুবদলের সদস্যসচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাসিব, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি ও যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম প্রমুখ।
আরসি-০৪