কমলগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২০
১১:২৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৭, ২০২০
০১:০২ পূর্বাহ্ন
করোনাভাইরাসের ২য় পর্যায়ের ভয়াবহতারোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের নেতৃত্বে পৌর এলাকার ভানুগাছ বাজারে বিশাল র্যালির মাধ্যমে এ প্রচার ও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় বক্তারা মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরে মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। মাস্ক ছাড়া বাইরে বের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। পরে কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ভানুগাছ বাজারের পথচারীদের মাঝে আড়াই হাজার মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সোহেল রানা, এএসআই সবুজ মিয়া, পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, গোলাম মুগ্নি মুহিত, নারী কাউন্সিলর মুসলিমা বেগম, শিউলি আক্তার শাপলা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পৌর এলাকার ক্রীড়া সংগঠনের সদস্যবৃন্দ, এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
এসডি-/বিএন-০৫/আরআর-০৪