জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময়

জুড়ী প্রতিনিধি


নভেম্বর ১৭, ২০২০
১০:১২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৭, ২০২০
১০:১২ অপরাহ্ন



জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময়

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সঙ্গে জুড়ী উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সেবাগ্রহীতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা হলরুমে প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, 'সরকারি সকল ধরণের সেবা জনগণের নিকট পৌঁছে দেওয়ার জন্য আমরা পুরো জেলায় কাজ করে যাচ্ছি। এছাড়া জুড়ী উপজেলার উন্নয়নে সমন্বিত পরিকল্পনা করে উপজেলার পর্যটন খাতকে আরও অনেকদূর এগিয়ে নিতে আমরা কাজ করব।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, নারী ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী আবদুল মতিন, সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ চৌধুরী প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা প্রশাসক গ্রিন স্কাউটিং ক্যাম্পেইনের মাধ্যমে 'গ্রিন জুড়ী, ক্লিন জুড়ী'র শুভ উদ্বোধন করেন এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণসামগ্রী বিতরণ করেন।

 

এইচআর/আরআর-১২