বিশ্বনাথ প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২০
১২:৪২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২০, ২০২০
১২:৪২ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথে আরডিআরএস বাংলাদেশের ‘সূচনা প্রকল্প’র আয়োজনে ‘পুষ্টি উন্নয়নে সহযোগিতা জোরদারকরণ’ বিষয়ক কর্মশালা আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা বিআরডিবি'র হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া। স্বাগত বক্তব্য দেন সূচনা প্রকল্প আরডিআরএস সিলেটের সিনিয়র কর্মকর্তা নবিনুর রহমান ও প্রজেক্টরের মাধ্যমে অগ্রগতি তুলে ধরেন সূচনা প্রকল্প আরডিআরএস সিলেটের প্রজেক্ট কো-অর্ডিনেটর ফারাজদুক ভূঁইয়া।
ইউনিয়ন কো-অর্ডিনেটর তাজনিন সুলতানার সঞ্চালনায় মুক্ত আলোচলায় অংশ নেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা মাহবুব আলম সরকার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবদুস শহীদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি দাস, সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সূচনা প্রকল্প আরডিআরএস বিশ্বনাথ উপজেলার সমন্বয়কারী কাজী তরিকুল ইসলাম, অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শায়েকুর রহমান ও রামপাশার ইউপি সদস্য আবুল খায়ের।
মুক্ত আলোচনার একপর্যায়ে সূচনা'র উপকারভোগীদের মধ্যে সফলতার গল্প ও প্রত্যাশা তুলে ধরেন উপকারভোগী ফুলবি বেগম, সুমা বেগম ও খালেদা বেগম।
সভায় বক্তারা বলেন, যে সকল এনজিও সংস্থা সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ-প্রকল্প নিয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ‘সূচনা’ তাদের মধ্যে একটি। বিশ্বনাথে সূচনা ভালোভাবেই তাদের সকল কার্যক্রম পরিচালনা করছে। এভাবে আমরা সকলে মিলে-মিশে কাজ করলে সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড ও গৃহীত সকল প্রকল্প সফলভাবে সম্পন্ন হবে। কিছু কিছু সংস্থা আছে, সাময়িক কার্যক্রম শেষে তাদের আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু 'সূচনা' এক্ষেত্রে ব্যতিক্রম। তারা ২০১৬ সাল থেকে এ উপজেলায় বহুমূখী কার্যক্রম পরিচালনা করে আসছে। যার সুফল ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি।
কর্মশালার প্রারম্ভে একটি আদর্শ বাড়ির বৈশিষ্ট্য ও উপকরণসহ মা ও শিশু পুষ্টি কর্নারের যাবতীয় তথ্যাদি অতিথিদের সামনে উপস্থাপন করেন সূচনা প্রকল্প বিশ্বনাথের পুষ্টি কর্মকর্তা হামিদা হক।
কর্মশালায় অন্যান্যের মধ্যে অংশ নেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান, খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনধন চন্দ্র দাস, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, প্রশাসনিক কর্মকর্তা নান্টু মোহন চন্দ্র, সূচনা প্রকল্প বিশ্বনাথের পিএসআইএসও মো. মতিয়ার রহমান মিন্টু, দিলীপ কুমার রায়, ইউনিয়ন কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম প্রমুখ।
কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদের জামে মসজিদের ইমাম নিজাম উদ্দিন ও গীতাপাঠ করেন সূচনা প্রকল্পের এফএফ অজিত কুমার রায়। অর্ধদিবস কর্মশালা শেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মূসা।
এমএ/আরআর-০৬