জগন্নাথপুর প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২০
০১:২২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২০, ২০২০
০১:২২ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও জমিদারবাড়ির দখলকৃত জায়গা উদ্ধার করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে দখলকৃত জায়গার দেয়াল ভেঙে জমিদারবাড়ির দখলকৃত ৬৩ শতাংশ জায়গা দখলমুক্ত করেন।
এলাকাবাসী ও জগন্নাথপুর উপজেলার ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর বংশধরগণ জমিদারবাড়ির জায়গা-জমি ফেলে ভারতে চলে যান। সেই থেকে জমিদারবাড়ির জায়গা-জমি দখলে নেয় এলাকার চিহ্নিত ভূমিখেকো চক্র। বিভিন্ন সময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে প্রশাসন দখল উচ্ছেদ করে। সম্প্রতি পাইলগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সুহেল মিয়া জমিদারবাড়ির ১০ শতাংশ জমির সীমানা প্রাচীর নির্মাণ করে ৬৩ শতাংশ জমি দখল করে নেন।
এ বিষয়ে জানতে দখলের অভিযোগে অভিযুক্ত যুক্তরাজ্য প্রবাসী সুহেল মিয়ার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, পাইলগাঁও জমিদারবাড়ি উপজেলার একটি ঐতিহাসিক নিদর্শন। এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতবছরের ৭ নভেম্বর আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের নিকট পাইলগাঁও জমিদারবাড়ি সংরক্ষণের জন্য লিখিত আবেদন করা হয়। যার প্রেক্ষিতে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে গেজেট ঘোষণার লক্ষ্যে উপজেলা প্রশাসনের নিকট থেকে যাবতীয় তথ্য নেওয়া হয়েছে। আমরা আশা করছি প্রত্নতত্ত্ব অধিদপ্তর শিগগির পাইলগাঁও জমিদারবাড়ি সংরক্ষণ করবে।
তিনি বলেন, জমিদারবাড়ির ৬৩ শতাংশ জায়গা ইতোমধ্যে দখল হয়ে গেলে আমরা তা উদ্ধার করেছি।
এএ/আরআর-০৮