সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৬, ২০২৫
০২:৪৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৬, ২০২৫
০২:৫৬ অপরাহ্ন



সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ


নব নির্মিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। 

এর আগে গতকালও একই দাবীতে ক্লাস বর্জন করে মানববন্ধন করে তারা। দাবী পূরণ না হওয়ায় আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টা থেকে মেডিকেল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কের দুপাশে বাঁশ দিয়ে বেড়িগেট দিয়ে অবরোধ করে তারা। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয় পাশে  কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

দাবি না মানা হলে লাগাতার অবরোধ কর্মসূচির পাশাপাশি কঠোর আন্দোলনের হুশিয়ারি আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

খবর পেয়ে প্রথমে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস  ও পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ  ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে সমাধানে আশ্বাস দিলে সড়কের স্বল্প পরিসরে পরিবহন চলাচলের সুযোগ করে দিলেও সড়ক থেকে সরে আসেনি শিক্ষার্থীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেছেন মেডিকেল কলেজ প্রশাসন ও জেলা প্রশাসন  এদিকে শিক্ষার্থীদের এই দাবীর সাথে একাত্মতা পোষন করে যোগ দিয়েছে স্থানীয় জনতা। 

জিসি / ০৬