মাস্ক পরিধান নিশ্চিতে মৌলভীবাজারে একদিনে ৩৯৩টি মামলা

মৌলভীবাজার প্রতিনিধি


নভেম্বর ২২, ২০২০
০৮:৫৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২২, ২০২০
০৮:৫৪ অপরাহ্ন



মাস্ক পরিধান নিশ্চিতে মৌলভীবাজারে একদিনে ৩৯৩টি মামলা

মৌলভীবাজার জেলায় মাস্ক পরিধান নিশ্চিত করতে একযোগে ২০টি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৯৩টি মামলায় ৯৩ হাজার ৩৯০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

আজ রবিবার (২২ নভেম্বর) সকাল থেকে মৌলভীবাজার জেলা শহরে এবং সকল উপজেলার ২০টি স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।  সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. মামুনুর রশীদ। 

জেলা শহর ও সকল উপজেলায় একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

 

এসএইচ/আরআর-১৩