শ্রীমঙ্গল প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২০
০২:২৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৪, ২০২০
০২:৩৪ পূর্বাহ্ন
দেশের শীতল অঞ্চল হিসেবে পরিচিত চায়ের রাজধানী শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। আবহাওয়া অফিস আজ সোমবার (২৩ নভেম্বর) শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটিই এবার শ্রীমঙ্গলের শীত মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।
সোমবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্র ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান।
এদিকে তাপমাত্রা ১১.৪ ডিগ্রিতে নেমে আসায় উপজেলাজুড়ে বেশ শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে উপজেলার চা-বাগানগুলোতে শীত কিছুটা বেশি অনুভূত হচ্ছে। তবে দিনের বেলা সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে শীত অপেক্ষাকৃত কম অনুভূত হয়।
জিকে/আরআর-১২