কমলগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২০
০১:১৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৫, ২০২০
০২:০৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলায় ২ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ পৌর এলাকার গোপালনগর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী জানান, মাস্কবিহীন চলাফেরা করার অপরাধে ৮টি মামলায় ২ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকারের স্বাস্থ্যবিধি মানতে জনগণকে সচেতন করার পাশাপাশি মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
এসডি/আরআর-১২