করোনায় একদিনে সর্বোচ্চ ১২ হাজার মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৬, ২০২০
০২:৫৯ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৬, ২০২০
০২:৫৯ অপরাহ্ন



করোনায় একদিনে সর্বোচ্চ ১২ হাজার মৃত্যু

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। মহামারিটির শুরুর পর এটিই একদিনে সবচেয়ে বেশি মৃত্যু।

শুরু থেকে করোনা সংক্রান্ত তথ্য দিয়ে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, বুধবার বিশ্বজুড়ে ৬ লাখ ১০ হাজারের কাছাকাছি মানুষের মধ্যে করোনা সংক্রমিত হয়। এদিন মারা যান ১২ হাজার ৯ জন।

যুক্তরাষ্ট্রে একদিনে ২ হাজার ৩০৪ জন মারা গেছেন। ক্যালিফোর্নিয়া ও টেক্সাস অঙ্গরাজ্যে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে। এদিন আক্রান্ত হয়েছেন এক লাখ ৮১ হাজারের বেশি মানুষ।

আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত দুই লাখ ৬৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। মোট আক্রান্ত হয়েছেন এক কোটি ৩১ লাখ।

মেক্সিকোতে একদিনে মৃত্যু হয়েছে ৮১৩ জন মানুষের। একই সময়ে ইতালিতে মারা গেছেন ৭২২ জন। যুক্তরাজ্যে একদিনে ৬৯৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার জার্মানিতে রেকর্ড ৪১০ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে মারা গেছেন ৬২০ জন।

নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রায় হাতের নাগালে চলে এলেও ডিসেম্বর মাসে সংক্রমণের হার আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ইউরোপে বাড়ছে বড়দিনের উৎসব নিয়ে দুশ্চিন্তা।

গোটা বিশ্বে এখন পর্যন্ত ছয় কোটি ৭ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ১৪ লাখ ২৬ হাজার মানুষ।

বিএ-০৮