বড়লেখায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

বড়লেখা প্রতিনিধি


নভেম্বর ২৬, ২০২০
০৮:১০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৬, ২০২০
০৮:১০ অপরাহ্ন



বড়লেখায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দোকান, আলুর বাজার, ফার্মেসি এবং অন্যান্য দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনা, পাখিয়ালা বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। তাকে সহযোগিতা করেছে বড়লেখা থানার পুলিশ।

জানা গেছে, তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ বিক্রি, মূল্য তালিকা না রাখা, নিষিদ্ধ ঘোষিত খাদ্যপণ্য বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উত্তর চৌমুহনার মেসার্স রিয়াজ ফার্মেসিকে ৩ হাজার ৫শ টাকা, পাখিয়ালা বাজারের শ্রীবাস স্টোরকে ২ হাজার টাকা ও সিরাজ এন্ড সন্সকে ২ হাজার ৫শ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।          

জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামাল, মশলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি নিশ্চিত এবং ভোগ্যপণ্যসামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সে লক্ষ্যে এ ধরণের বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

 

এজে/আরআর-০৮