মৌলভীবাজার প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২০
০৭:১৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৯, ২০২০
০৭:১৮ পূর্বাহ্ন
মৌলভীবাজার শহরের কোর্ট রোড এলাকায় ট্রাক চাপায় অঞ্জনা (৩৫) নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চাঁদনীঘাট ব্রীজের কাছে এই ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারা যাওয়া ব্যক্তিসহ আরও দুইজন রাস্তার পাশেই এক পথচারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের মাঝে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিটি সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাকের নিচে পড়ে যান। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাক চাপায় মৃত্যু হয়। আমরা স্পটে আছি, যাছাই করতেছি আসলে ঘটনাটা কি। সঠিকভাবে কেউ কিছু বলতেছে না।
ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরসি-০৩