হাইব্রিড বোরো বীজ পেলেন বড়লেখার ৩ হাজার কৃষক

বড়লেখা প্রতিনিধি


নভেম্বর ২৯, ২০২০
০৭:৫২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৯, ২০২০
০৭:৫২ অপরাহ্ন



হাইব্রিড বোরো বীজ পেলেন বড়লেখার ৩ হাজার কৃষক

তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কৃষি অধিদপ্তর।

এ উপলক্ষে আজ রবিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্ত মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, এনাম উদ্দিন, সাহাব উদ্দিন, সিরাজ উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেন, কৃষক গৌছ উদ্দিন প্রমুখ।

 

এজে/আরআর-০৯