বড়লেখা প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২০
০১:১৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ৩০, ২০২০
০১:১৮ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখার কৃতী সন্তান সাফি উদ্দিন আহমেদকে সংবর্ধনা দিয়েছে বড়লেখা প্রেসক্লাব। দুদক বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক) এর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) রাতে বড়লেখা মিডিয়া সেন্টারে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত।
সিনিয়র সাংবাদিক আব্দুর রবের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি র্যাক'র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাফি উদ্দিন আহমেদ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন ও উপজেলা স্কাউটের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষক নাজিম উদ্দিন।
এ সময় সাংবাদিক মিজানুর রহমান মিজান, কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, তপন কুমার দাস, এ.জে লাভলু, সুলতান আহমদ খলিল, ময়নুল ইসলাম, রিপন দাস রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
এজে/আরআর-১২