আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় ৩০ জনের মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৯, ২০২০
০৮:২৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৯, ২০২০
০৮:২৬ অপরাহ্ন



আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় ৩০ জনের মৃত্যু

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ গজনিতে গাড়িবোমা হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৪ জন। 

এই হামলার জন্য টার্গেট করা হয়েছিল আফগান নিরাপত্তা বাহিনীর একটি স্থাপনা। বিস্ফোরণে আশে-পাশের অনেক বেসামরিক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবারের এ গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে এক প্রতিবেদনে লিখেছে আল জাজিরা।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান গজনিতে একটি গাড়িবোমা বিস্ফোরণের খবর নিশ্চিত করলেও এ সংক্রান্ত আর বিস্তারিত কিংবা হতাহতের সংখ্যা জানাননি।

এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি।

তালেবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হামলার দায় স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি বলে জানিয়েছে রয়টার্স।

এই হামলাসহ গত কয়েক মাসে আফগানিস্তানে পর পর কয়েকটি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটল।

বিএ-১২