বড়লেখা প্রতিনিধি
ডিসেম্বর ০১, ২০২০
০১:৪২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০১, ২০২০
০১:৪২ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় টিলা কাটা ও অবৈধভাবে পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলনের দায়ে আজমান আলী (৩৫) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজমান দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব মোহাম্মদ নগর গ্রামের বাসিন্দা।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টিলা কাটা ও পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে উপজেলার মোহাম্মদ নগর বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে আজমান আলীকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ১ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান বলেন, পাহাড়, টিলা কাটা ও পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এজে/আরআর-১৪