বড়লেখা প্রতিনিধি
ডিসেম্বর ০১, ২০২০
০৬:৩৫ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০১, ২০২০
১০:২৭ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় মাছুমা বেগম (১৫) নামের এক কিশোরী বিষপান করে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল সোমবার (৩০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মাছুমা বেগম উপজেলার উত্তর শাহবাজপুরের কুমালশাইল গ্রামের এমদাদুর রহমানের (ইন্তাজুল) মেয়ে।
পুলিশ ও কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরের দিকে বাবা ও সৎ মায়ের ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে মাছুমা বেগম। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে মাছুমা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ বিষয়ে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলম বলেন, 'কিশোরীর বিষপানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিলেট কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।'
এজে/বিএ-১১/আরআর-০১