বড়লেখায় মনোনয়নপত্র জমা দিলে ৪৩ প্রার্থী

বড়লেখা প্রতিনিধি


ডিসেম্বর ০১, ২০২০
০৯:২১ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০১, ২০২০
০৯:২১ অপরাহ্ন



বড়লেখায় মনোনয়নপত্র জমা দিলে ৪৩ প্রার্থী

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) বড়লেখার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন বড়লেখা পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক উপাধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও ত্রাণ বিষয়ক সম্পাদক কবিরুজ্জামান চৌধুরী।

দুপুর আড়াইটার দিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা প্রমুখ। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমানও উপস্থিত ছিলেন।

অপরদিকে গতকাল সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলার নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. সাইদুল ইসলাম।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলার নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন পর্যন্ত মেয়র পদে ৩ জনসহ মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবাই শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দেন।’

প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৩ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৪৪৩ জন ভোটার আছেন।

 

এজে/আরআর-১৩