কুলাউড়ায় বিনামূল্যে ধানের বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি


ডিসেম্বর ০২, ২০২০
১০:৪৩ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৩, ২০২০
১২:১৩ পূর্বাহ্ন



কুলাউড়ায় বিনামূল্যে ধানের বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২০-২১ অর্থবছরে উপজেলার সাড়ে ৩ হাজার কৃষক বিনামূল্যে পাবেন বোরো ধানের হাইব্রিড বীজ। মঙ্গলবার (১ ডিসেম্বর) কুলাউড়া উপজেলা চত্বরে বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।

এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাবের কুলাউড়ার সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রনজিৎ কুমার চন্দ, কৃষক লীগ নেতা আব্দুল কাদির, ফুয়াদ আলম চৌধুরীসহ উপজেলা প্রশাসন দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ।

কুলাউড়া উপজেলার কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে হাইব্রিড জাতের বোরো বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে এ বীজ বিতরণ শুরু হয়েছে। পুরো উপজেলায় মোট ৩ হাজার ৫শ কৃষকের মাঝে বিনামূল্যে এ বোরো বীজ বিতরণ করা হবে।

 

জেএইচ/বিএন-০৭/আরআর-০৪