কুলাউড়ায় সরকারি গুদামে ধান বিক্রি করতে পারবেন কৃষকরা

কুলাউড়া প্রতিনিধি


ডিসেম্বর ০২, ২০২০
১০:৪৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৩, ২০২০
১২:১৭ পূর্বাহ্ন



কুলাউড়ায় সরকারি গুদামে ধান বিক্রি করতে পারবেন কৃষকরা

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি গুদামে কৃষকরা সরাসরি ধান বিক্রি করতে পারবেন। কুলাউড়ায় চলতি আমন মৌসুমে প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহ করবে সরকার। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুলাউড়া সরকারি গুদামে সরাসরি এসে ধান বিক্রয় করতে পারবেন কৃষকরা।

কুলাউড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিনয় কুমার দেব জানান, গত ৭ নভেম্বর থেকে শুরু হওয়া আমন ধান সংগ্রহের কার্যক্রম চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিগতদিনে লটারির মাধ্যমে নির্দিষ্ট কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হতো। কিন্তু এবার লটারির কোনো আয়োজন না করে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

কুলাউড়া কৃষি অফিসের তালিকাভুক্ত প্রত্যেক কৃষক নিম্নতম ১ টন থেকে সর্বোচ্চ ২ টন পর্যন্ত ধান সরাসরি এসে সরকারি গুদামে বিক্রি করতে পারবেন। প্রতি কেজি ধান ২৬ টাকা করে মূল্য নির্ধারণ করা হয়েছে।

 

জেএইচ/বিএন-০৮/আরআর-০৫