কুলাউড়া ব্যবসায়ী সমিতি : আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ

কুলাউড়া প্রতিনিধি


ডিসেম্বর ০৩, ২০২০
১২:৪৩ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৩, ২০২০
১২:৪৩ পূর্বাহ্ন



কুলাউড়া ব্যবসায়ী সমিতি : আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরের বৃহৎ সংগঠন ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে সমন জারির দুইদিন পর দায়িত্বগ্রহণসহ যাবতীয় কার্যক্রমের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সিনিয়র সহকারী জজ আদালত। এর আগে গত ২৯ নভেম্বর ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার লুৎফুর রহমানসহ কমিটির বাকি ৬ সদস্যের বিরুদ্ধে সমন জারি করেছিলেন আদালত।

ওই নোটিশ পাওয়ার একদিন পর গত মঙ্গলবার (১ ডিসেম্বর) তড়িঘড়ি করে নবনির্বাচিতদের শপথগ্রহণ সম্পন্ন করে নির্বাচন পরিচালনা কমিটি। আদালতের সমনপ্রাপ্তির পর শপথগ্রহণের দিন আদালত ফের সমিতির দায়িত্বগ্রহণসহ যাবতীয় কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

জানা গেছে, গত ২১ নভেম্বর কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতিরি ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জহির খাঁন ডলার। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মুহিতের নিকট পরাজিত হন তিনি। এজন্য তিনি ত্রুটিপূর্ণভাবে ভোটার তালিকায় ভোটার অন্তর্ভুক্ত ও সেই ভোটার তালিকা দিয়ে নির্বাচন সম্পন্নের অভিযোগ এনে গত ২৬ নভেম্বর জেলা জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে একটি পিটিশন দায়ের করেন।

এর প্রেক্ষিতে মৌলভীবাজারের সিনিয়র সহকারী জজ আদালত গত ২৯ নভেম্বর ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার লুৎফুর রহমানসহ কমিটির বাকি সদস্যদের বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ১৭ ফেব্রুয়ারি তাদের সশরীরে অথবা নিজস্ব প্রতিনিধি দ্বারা প্রয়োজনীয় প্রমাণসহ আদালতে উপস্থিত হওয়ার জন্য নোটিশে উল্লেখ করা হয়।

এদিকে গতকাল মঙ্গলবার জহির খাঁন ডলার আরেকটি মামলা (নম্বর-৯১/২০২০) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দায়িত্বগ্রহণসহ যাবতীয় কার্যক্রমে পরবর্তী তারিখ অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সিনিয়র সহকারী জজ আদালত।

এ ব্যাপারে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার লুৎফুর রহমান সমন ও স্থিতাবস্থার পৃথক নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করেন জানান, আইনি প্রক্রিয়ায় আদালতের নোটিশের জবাব দেবেন তিনি।

 

জেএইচ/আরআর-০৭