রাশিয়ায়ও আগামী সপ্তাহ থেকে কোভিড টিকা দেওয়া শুরু

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৩, ২০২০
০৩:৩৪ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৩, ২০২০
০৩:৩৫ পূর্বাহ্ন



রাশিয়ায়ও আগামী সপ্তাহ থেকে কোভিড টিকা দেওয়া শুরু
-পুতিনের ঘোষণা

আগামী সপ্তাহ থেকেই ব্রিটেনে করোনার টিকাকরণ কর্মসূচি শুরুর হতে যাচ্ছে বলে বুধবার (২ ডিসেম্বর) ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। ঠিক একই দিনে আগামী সপ্তাহ থেকে রাশিয়াতেও গণহারে করোনার টিকাকরণ কর্মসূচি শুরুর ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর সংবাদ সংস্থা রয়টার্সের।

সং‌বাদ সংস্থা এএফপি জানাচ্ছে, ভিডিয়ো বার্তায় আগামী সপ্তাহ থেকেই গণহারে টিকা দেওয়ার কর্মসূচি শুরু করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন পুতিন। তবে টিকা দেওয়ার ক্ষেত্রে প্রথম পছন্দ হবেন শিক্ষক, চিকিৎসক এবং চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

পুতিন জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই রুশ টিকা স্পুটনিক ৫-এর ২০ লাখ ডোজ হাতে পেয়ে যাবে রুশ সরকার। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, রুশ টিকার প্রথম ডোজ নেওয়ার ৪২তম দিন থেকে তার কার্যকারিতা ৯৫ শতাংশে পৌঁছেছে। এই তথ্য জানাচ্ছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)।

 

এএফ/০১