১০ জেলায় শুরু হচ্ছে করোনার অ্যান্টিজেন টেস্ট

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৩, ২০২০
০২:২৭ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৩, ২০২০
০২:৩৫ অপরাহ্ন



১০ জেলায় শুরু হচ্ছে করোনার অ্যান্টিজেন টেস্ট

আগামী শনিবার থেকে দেশে নতুন করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হচ্ছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের একথা জানিয়েছেন।

তিনি জানান, শনিবার থেকে কাজ শুরু হচ্ছে। প্রাথমিকভাবে ১০টি জেলায় এই কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্টসহ ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ধাপে ধাপে সারাদেশে অ্যান্টিজেন টেস্ট শুরু হবে।

প্রাথমিকভাবে যেসব জেলায় অ্যান্টিজেন টেস্ট শুরু হচ্ছে সেগুলো হলো- গাইবান্ধা, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মেহেরপুর, সিলেট, জয়পুরহাট ও পটুয়াখালী। কারও শরীরে ভাইরাসের সংক্রমণ ঘটেছে কিনা, তা দ্রুততম সময়ে জানার পদ্ধতি হলো অ্যান্টিজেন টেস্ট।

সিলেটে এদিন থেকে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে এ পরীক্ষা পদ্ধতি শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অ্যান্টিজেন টেস্টে সময় প্রয়োজন হবে মাত্র ১৫ মিনিট এবং খরচও হবে অনেক কম। এছাড়াও অ্যান্টিজেন টেস্ট সিলেটে ব্যাপক হারে করোনা সংক্রমণ রোধে কার্যকর ভূমিকা রাখবে।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের তত্বাবধানে সংশ্লিষ্ট টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া সিলেটের শামসুদ্দিন আহমদ হাসপাতালে অ্যান্টিজেন কিটও পাঠিয়েছে  স্বাস্থ্য অধিদফতর। শনিবার থেকে সিলেটের করোনা হাসপাতাল খ্যাত এ চিকিৎসালয়ে অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হবে করোনাভাইরাস।

করোনা শনাক্তের জন্য দেশে এতদিন শুধু রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) পদ্ধতিতে করোনাভাইরাস পরীক্ষা করার অনুমতি ছিলো। তবে এখন সরকার সিলেটসহ দেশের ১০ জেলায় অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দিয়েছে। এ পরীক্ষা শুধু সরকারি পর্যায়ে সীমাবদ্ধ থাকবে।

বি এন-২