মৌলভীবাজার প্রতিনিধি
ডিসেম্বর ০৩, ২০২০
০৭:৩৩ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৩, ২০২০
০৭:৩৬ অপরাহ্ন
মৌলভীবাজারের হাকালুকি হাওরে পরিযায়ী পাখি হত্যা করার অপরাধে দুই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী উপজেলার ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম।
বুধবার (২ ডিসেম্বর) দিনগত রাতে জুড়ী উপজেলার হাকালুকি হাওরের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান তিনি।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আমরা খবর পাই ওই এলাকার একটি বাড়িতে পরিযায়ী পাখি হত্যা করে রাখা হয়েছে। সংবাদের ভিত্তিতে আমরা অভিযানে যাই। হাকালুকি হাওরে পরিযায়ী পাখি হত্যা করার অপরাধে দুই ব্যক্তিকে মোবাইল কোর্টে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ২০১২ এর আওতায় ১ মাস করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পরিযায়ী পাখি শিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এসএইচ/বিএ-১১