পৌর নির্বাচন : বড়লেখায় তিন মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

বড়লেখা প্রতিনিধি


ডিসেম্বর ০৩, ২০২০
০৭:৪৩ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৩, ২০২০
০৭:৪৪ অপরাহ্ন



পৌর নির্বাচন : বড়লেখায় তিন মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে মৌলভীবাজার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।

মনোনয়ন বৈধ হওয়া মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলাম।

মৌলভীবাজার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে কোনো ত্রুটি না থাকায় তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১০ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ ডিসেম্বর।

 

এজে/আরআর-০৮