সিলেট মিরর ডেস্ক
                        ডিসেম্বর ০৪, ২০২০
                        
                        ০৬:১০ অপরাহ্ন
                        	
                        আপডেট : ডিসেম্বর ০৪, ২০২০
                        
                        ০৬:১০ অপরাহ্ন
                             	
 
                        
             
    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে র টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুর্নি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেছেন গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
তিনি জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি বাস ইচাইল এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য বাসটি রাস্তার পাশে দাঁড় করানো হয়। সকাল সাতটার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। পরে হাসপাতালে নেয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।
বিএ-০৮