মৌলভীবাজারে ছাত্র ইউনিয়নের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৬, ২০২০
০৩:১৩ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৬, ২০২০
০৩:১৩ পূর্বাহ্ন



মৌলভীবাজারে ছাত্র ইউনিয়নের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

'রাষ্ট্রব্যাপী পণ্যদস্যুর হাত, বাঁচাও আমার শিক্ষা ধারাপাত' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের উদ্যোগে জেলাব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলাব্যাপী কর্মশালার অংশ হিসেবে গত ২ ডিসেম্বর শ্রীমঙ্গলে, ৩ ডিসেম্বর কুলাউড়ায়, ৪ ডিসেম্বর মৌলভীবাজার সদরে এবং আজ শনিবার (৫ ডিসেম্বর) কমলগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসব কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল এবং সিলেট জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি সরোজ কান্তি দাশ।

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য পিনাক দেব, জেলা সংসদের সাধারণ সম্পাদক সুমন কান্তি দাশ, সহ-সভাপতি তপন দেবনাথ, সহ-সভাপতি তোফায়েল আহমেদ ফাহিম, সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ ও সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য স্থানীয় বর্তমান ও সাবেক ছাত্রনেতা এবং সিপিবি'র নেতৃবৃন্দ। 

প্রশিক্ষণ কর্মশালায় আলোচকরা ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা, বর্তমান ছাত্র রাজনীতিতে ছাত্র ইউনিয়নের প্রেক্ষাপট ও ছাত্র রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এ সময় দেশ ও সমাজ বিনির্মাণে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তারা।

 

এনএইচ/আরআর-১৪