সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৬, ২০২০
০৫:১৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৬, ২০২০
০৫:১৫ পূর্বাহ্ন
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের নওয়া জেলায় সেনা অভিযানে দুই বিভাগীয় কমান্ডারসহ কমপক্ষে ২৫ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আট তালেবান যোদ্ধা।
দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে শনিবার এ কথা জানিয়েছে সিনহুয়া।
আফগান সেনাবাহিনীর কোর ২১৫ মাইওয়ান্দ এক বিবৃতিতে বলেছে, ‘আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস (এএনডিএসএফ) শুক্রবার হেলমান্দের নাও-ই-বারাকজাই এলাকায় অভিযান চালালে এই জঙ্গিরা হতাহত হয়।’
এএনডিএসএফের অবস্থানগুলোতে প্রায়শই জঙ্গি হামলা প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে অঞ্চলটিতে জঙ্গি তৎপরতা ঠেকানোই ছিল এই অভিযানের উদ্দেশ্য।
এএনডিএসএফ কাবুল থেকে ৫৫৫ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিম দিকে এই এলাকায় অভিযান চালিয়ে চারটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করেছে এবং ছয়টি জঙ্গি আস্তানা ও ২৫ সশস্ত্র অবস্থান ধ্বংস করে দিয়েছে।
অবশ্য তালেবান এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বিএ-০৮