দুই কমান্ডারসহ ২৫ তালেবান যোদ্ধা নিহত

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৬, ২০২০
১২:১৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৬, ২০২০
১২:১৫ পূর্বাহ্ন



দুই কমান্ডারসহ ২৫ তালেবান যোদ্ধা নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের নওয়া জেলায় সেনা অভিযানে দুই বিভাগীয় কমান্ডারসহ কমপক্ষে ২৫ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আট তালেবান যোদ্ধা।

দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে শনিবার এ কথা জানিয়েছে সিনহুয়া।

আফগান সেনাবাহিনীর কোর ২১৫ মাইওয়ান্দ এক বিবৃতিতে বলেছে, ‘আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস (এএনডিএসএফ) শুক্রবার হেলমান্দের নাও-ই-বারাকজাই এলাকায় অভিযান চালালে এই জঙ্গিরা হতাহত হয়।’

এএনডিএসএফের অবস্থানগুলোতে প্রায়শই জঙ্গি হামলা প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে অঞ্চলটিতে জঙ্গি তৎপরতা ঠেকানোই ছিল এই অভিযানের উদ্দেশ্য।

এএনডিএসএফ কাবুল থেকে ৫৫৫ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিম দিকে এই এলাকায় অভিযান চালিয়ে চারটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করেছে এবং ছয়টি জঙ্গি আস্তানা ও ২৫ সশস্ত্র অবস্থান ধ্বংস করে দিয়েছে।

অবশ্য তালেবান এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিএ-০৮