এখনও জয়ের অপেক্ষা ট্রাম্পের

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৬, ২০২০
০২:০২ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৬, ২০২০
০২:০২ অপরাহ্ন



এখনও জয়ের অপেক্ষা ট্রাম্পের

নির্বাচন তার কাছ থেকে চুরি করে নেওয়া হয়েছে অভিযোগ করে এখনও জয়ের অপেক্ষায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমরা এখনো জয়ী হতে পারি।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবার আয়োজিত এক সমাবেশে শনিবার তিনি এ দাবি করেন।

এখনো পরাজয় স্বীকার না করা ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা এখনো জয়ী হতে পারি।’

জর্জিয়ার ভালদস্তায় দুই সিনেট প্রার্থীর পক্ষে প্রচারণার লক্ষ্যে আয়োজিত ওই সমাবেশে তিনি আরও বলেন, ‘নির্বাচনে আমরা জিততে যাচ্ছি।’

সংবাদমাধ্যমের ঘোষিত ফলাফলের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সরকারিভাবে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে গেলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ৫৫ ইলেকটোরাল কলেজকে কর্তৃপক্ষ বাইডেনের পক্ষে ভোট দিতে নিয়োগ দিলে তার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়।

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয় প্রসঙ্গে ট্রাম্প নির্বাচনে জালিয়াতি করা হয়েছে বলে আবারো অভিযোগ করেন।

আগামী ৫ জানুয়ারি ওই দুই প্রার্থী জর্জিয়ায় সিনেটের গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার ভোট মোকাবিলা করবে। এর ফলাফলের ওপর নির্ভর করবে ১০০ আসনের সিনেট কোন দলের নিয়ন্ত্রণে থাকবে।

ট্রাম্প বলেন, জর্জিয়ার ভোটাররা নির্ধারণ করবে কোন দল সকল কমিটি নিয়ন্ত্রণ করবে।

তিনি বলেন, ‘আপনার শিশু কি সমাজতান্ত্রিক দেশে নাকি একটি স্বাধীন দেশে বেড়ে উঠবে সে সিদ্ধান্ত আপনি নেবেন।’

এদিকে দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে করোনাভাইরাসের ব্যাপক হানা সত্ত্বেও সমাবেশে অংশ নেওয়া অধিকাংশের মুখেই মাস্ক ছিল না। এছাড়া সামাজিক দূরত্বেরও কোনো বালাই ছিল না।

সমাবেশে ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ছিলেন। ট্রাম্পের আগে তিনি সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এদিকে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তিনি বাইডেনের কাছে পরাজয় স্বীকার কিংবা নির্বাচনে জালিয়াতির অভিযোগের দাবি থেকে সরে আসা কোনোটিই করবেন না।

রিপাবলিকান দলের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত জর্জিয়ায় জো বাইডেন ১২ হাজার ভোটে জয়ী হয়েছেন। এর আগে ১৯৯২ সালে ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিনটন এ রাজ্যে জয়ী হয়েছিলেন।

বিএ-০৪