কমলগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ০৬, ২০২০
১০:১৫ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৭, ২০২০
০৩:০৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত টমটমের সংঘর্ষে সঞ্জয় রেলী (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সঞ্জয় রেলী কুরমা চা-বাগান এলাকার স্বপন রেলীর পুত্র।
জানা গেছে, রবিবার সকালে বাবার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাযোগে উপজেলা সদরে আসছিল সঞ্জয়। সকাল ৯টার দিকে গোলেহাওর নামক এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা রড বোঝাই একটি টমটম গাড়ির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় রডের আঘাতে শিশু সঞ্জয় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার এসআই ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসডি/বিএন-০৫/আরআর-০৩