বড়লেখায় বিএনপির সম্মেলন : সভাপতি হাফিজ, সম্পাদক খসরু

বড়লেখা প্রতিনিধি


ডিসেম্বর ০৭, ২০২০
১২:২৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২০
১২:২৮ পূর্বাহ্ন



বড়লেখায় বিএনপির সম্মেলন : সভাপতি হাফিজ, সম্পাদক খসরু

সভাপতি ও সাধারণ সম্পাদক

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্ধিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল হাফিজ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান খসরু। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক আব্দুস সহিদ খান। 

আজ রবিবার (৬ ডিসেম্বর) সকালে বড়লেখা পৌর এলাকার আব্দুর রহমান কনভেনশন হলে এ সম্মেলন হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন, সহ-সভাপতি আব্দুল মুকিত, মোয়াজ্জেন হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম-সম্পাদক ফখরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মতিন বক্স।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৬ সালে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে দলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে আব্দুল হাফিজকে সভাপতি ও মুজিবুর রহমান খসরুকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।  

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু জানান, একমাসের মধ্যে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

 

এজে/আরআর-০৭