বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি


ডিসেম্বর ০৭, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য রাতের আঁধারে ভাংচুরের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা আওয়ামী লীগ।

আজ রবিবার (৬ ডিসেম্বর) সকালে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সদর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও সহযোগী অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরাও তাতে অংশ নেন। সমাবেশ শেষে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে সমাপ্ত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েবসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলের পূর্বে প্রতিবাদ সমাবেশে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ বলেন, উন্নয়নের গতিধারাকে বাধাগ্রস্ত করতে বিরোধী শক্তিরা ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন ঘরে বসে থাকলে চলবে না। এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে।

 

এসএইচ/আরআর-০৮