কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

বড়লেখা প্রতিনিধি


ডিসেম্বর ০৮, ২০২০
০২:০৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৮, ২০২০
০২:০৫ পূর্বাহ্ন



কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেহিন সিদ্দিকীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার স্বাস্থ্যবিধি মেনে চলতে যেখানে কঠোর নির্দেশনা দিয়েছে, সেখানে কাউন্সিলর প্রার্থী জেহিন সিদ্দিকীর নির্বাচনী সভায় আগত অনেকেই সামাজিক দূরত্ব মানা দূরের কথা, মাস্কও পরেননি।

অভিযোগ সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভা নির্বাচনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেহিন সিদ্দিকী গতকাল রবিবার (৬ ডিসেম্বর) রাতে হাটবন্দ এলাকায় প্যান্ডেল তৈরি করে নির্বাচনী জনসভা করেন। সেখানে মাইক লাগিয়ে বক্তব্য দেওয়া হয়। এমনকি সভায় আগতদের জন্য ভূরিভোজের আয়োজন করা হয়। তখন অনেকের মুখে ছিল না মাস্ক, তোয়াক্কা করেননি স্বাস্থ্যবিধির।

নির্বাচনের বিধি অনুযায়ী, পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোনো ধরণের শোভাযাত্রা বা জনসভা করা যাবে না। পথসভা বা ঘরোয়া সভা করতে চাইলে সভার ২৪ ঘন্টা আগে স্থান ও সময় সর্ম্পকে পুলিশকে অবহিত করতে হবে, যাতে ওই স্থানে চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু জেহিন সিদ্দিকী নির্বাচনবিধি না মেনেই জনসভার আয়োজন করেন।

এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী জেহিন সিদ্দিকী বলেন, 'নির্বাচনে অংশ নিতে হলে এলাকার লোকজনকে নিয়ে বসতে হয়। এই সময়ে সরকার যেহেতু নির্বাচন দিয়েছে, তাই আমি স্বাস্থ্যবিধি মেনে একটি সভা করেছি। মেয়র প্রার্থীসহ অন্যান্য প্রার্থীরাও এ ধরণের সভা করছেন।'

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, 'প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী আনুষ্ঠানিকভাবে জনসভা বা শোভাযাত্রা করতে পারবেন না। যারা নির্বাচনী বিধি লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউন্সিলর প্রার্থী জেহিন সিদ্দিকীর আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি সম্পর্কে আমি খোঁজ নেব।' 

 

এজে/আরআর